অসমে নৃশংস খুন বৌদ্ধভিক্ষু, আততায়ীকে শীঘ্র গ্রেফতারের দাবি সিংফৌ ছাত্ৰ পরিষদ সহ বিভিন্ন মহলের
মাৰ্ঘেরিটা (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : আপার আসামের তিনসুকিয়া জেলার অন্তর্গত মাৰ্ঘেরিটা সম-জেলার সদর শহর থেকে প্ৰায় ২০ কিলোমিটার দূরে ইনথেম মুংগোং বৌদ্ধবিহারে একজন প্রবীণ বৌদ্ধভিক্ষুকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার
অসমের মাৰ্ঘেরিটায় ইনথেম মুংগোং বৌদ্ধবিহার, নৃশংস খুন বৌদ্ধভিক্ষু ইন্দরবংশ মহাথেরা (ইনসেটে)


মাৰ্ঘেরিটা (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : আপার আসামের তিনসুকিয়া জেলার অন্তর্গত মাৰ্ঘেরিটা সম-জেলার সদর শহর থেকে প্ৰায় ২০ কিলোমিটার দূরে ইনথেম মুংগোং বৌদ্ধবিহারে একজন প্রবীণ বৌদ্ধভিক্ষুকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইনথেম মুংগোং বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্ৰবীণ বৌদ্ধভিক্ষু ইন্দরবংশ মহাথেরা নামের সন্ন্যাসীকে আজ রবিবার সকালে তাঁর শয়নকক্ষের বিছানায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রাথমিক ইনকুয়েস্ট করে পুলিশ নিশ্চিত হয়েছে, প্ৰবীণ বৌদ্ধভিক্ষুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শান্ত পরিবেশ পরিবেষ্টিত একটি আধ্যাত্মিক স্থানে সংগঠিত এ ঘটনায় মানুষ স্তম্ভিত ও ক্ষুব্ধ। নৃশংস এই হত্যাকাণ্ডের অনুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে সারা অসম সিংফৌ ছাত্ৰ পরিষদ সহ বিভিন্ন মহল।

পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, সম্ভবত গতকাল শনিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ তাঁকে কুঠার দিয়ে কুপিয়ে কোনও দুৰ্বৃত্ত অতি নৃশংসভাবে খুন করেছে। তাঁর মৃতদেহের পাশ থেকে রক্তাক্ত একটি কুঠার উদ্ধার করা হয়েছে, জানান পুলিশ অফিসার। তিনি জানান, মৃত বৌদ্ধভিক্ষু ইন্দরবংশ মহাথেরার পূর্বাশ্রম (সন্ন্যাস গ্রহণের পূর্ববর্তী আদি বাড়ি) যোরহাট জেলার অন্তর্গত তিতাবরের পহুকটিয়া শ্যামগাঁওয়ে।

পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনা সম্পর্কে এক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি। একজন প্রবীণ সন্ন্যাসীকে খুনের পেছনে কী কারণ থাকতে পারে, বা কে খুনি, সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাননি তাঁরা, জানান তদন্তকারী পুলিশ অফিসার।

পুলিশ অফিসার জানান, ইতিমধ্যে ফরনসিক বিশেষজ্ঞরা হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠার এবং অন্যান্য প্ৰামাণিক তথ্য সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। তবে শীঘ্রই অপরাধীকে ধরা হবে বলে প্ৰতিশ্ৰুতি দিয়েছেন তিনি।

এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডের অনুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে সারা অসম সিংফৌ ছাত্ৰ পরিষদ। পরিষদের কর্মকর্তারা ২৪ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে সাধারণ এবং পুলিশ প্ৰশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছে। অন্যথা তাঁরা তীব্ৰ প্ৰতিবাদী কর্মসূচি গ্ৰহণ করতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সারা অসম সিংফৌ ছাত্ৰ পরিষদের কর্মকর্তারা।

অন্যদিকে অসমের গোটা বৌদ্ধ সমাজ করুণা, সহানুভূতি, অহিংসা ও শান্তির বাৰ্তাবাহক আধ্যাত্মিক নেতাকে হারিয়ে শোকবিহ্বল হয়ে পড়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ সমাজ থেকে প্রবীণ বৌদ্ধভিক্ষুর খুনিকে শীঘ্র গ্রেফতারের দাবি জানানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande