
ধর্মনগর (ত্রিপুরা), ২৩ নভেম্বর (হি.স.) : ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার পশ্চিম ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক ২০৮-এ–এর কারণে ব্যাপক জলাবদ্ধতার শিকার স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজের সময় অতিরিক্ত মাটি ফেলার জেরে সড়কের দু’পাশের প্রায় ২০-২৫টি কৃষিজমি কয়েক মাস ধরে জলমগ্ন অবস্থায় থাকায় চাষাবাদ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, জমিতে জল জমে থাকার ফলেই বিভিন্ন পুকুরের মাছ ভেসে নষ্ট হচ্ছে এবং মূল্যবান গাছপালাও ধ্বংসের মুখে পড়েছে। এতে অন্তত কুড়িটি পরিবার চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি কয়েকটি বাড়িতেও জল ঢুকে পড়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে।
জানা গেছে, তিন বছর ধরে সড়কটির নির্মাণ কাজ চললেও গত এক বছর ধরে মাটি ফেলে কাজ শুরু হওয়ার পর থেকেই সমস্যার সৃষ্টি। বিষয়টি নিয়ে এনএইচআইডিসিএল, স্থানীয় পঞ্চায়েত ও জেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েও কোন সমাধান মেলেনি বলে দাবি বাসিন্দাদের। তাঁদের প্রধান দাবি, এলাকায় কালভার্ট নির্মাণসহ স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রায় ১৫ দিন আগে ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রথমবারের মত রাস্তা অবরোধ করলে নির্মাণ সংস্থার প্রতিনিধিরা সমস্যার সমাধানে এক সপ্তাহের আশ্বাস দেন। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কোনও ব্যবস্থা না নেওয়ায় রবিবার ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন।
এদিন বিকেল পর্যন্ত অবরোধ চললেও নির্মাণ সংস্থা ও প্রশাসনের কোনও প্রতিনিধি ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষোভ আরও তীব্র হয়েছে। গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। অবরোধের জেরে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে বিকল্প জাতীয় সড়কে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ