
আগরতলা, ২৩ নভেম্বর (হি.স.) : টাকারজলা বিধানসভা কেন্দ্রের জম্পুইজলা বাজারে বিজেপি অফিস ও কর্মীদের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় গুরুতরভাবে আহত বিজেপি কর্মী সুমন দেববর্মাকে দেখতে রবিবার জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
হাসপাতালে চিকিৎসাধীন সুমন দেববর্মার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত কর্মীর উন্নত চিকিৎসার বিষয়ে আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী জানান, সুমন দেববর্মার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে এবং কয়েকদিন ধরে তিনি ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, সুমন দেববর্মার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, রাজ্য সরকার তা নিশ্চিত করবে। প্রসঙ্গত, এই হামলার ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ