

কলকাতা, ২৩ নভেম্বর (হি. স.): লরেটো প্রভিন্স, সাউথ এশিয়া, লোরটো এন্টালি প্রাঙ্গণে একটি বিশেষ কৃতজ্ঞতা উদ্যাপন আয়োজন হলো শনিবার দিনভর। কনগ্রেগাসিও জেসু (সি জে) ও ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি (আই বি ভি এম)–এর ঐতিহাসিক একত্রীকরণ উপলক্ষে সমগ্র লরেটো পরিবার এই দিনে একত্রিত হয়। পুরো অনুষ্ঠানটি ছিল আধ্যাত্মিকতা, শৃঙ্খলা, ঐতিহ্য এবং সৌহার্দ্যের এক প্রতিফলন।
উল্লেখ্য, ৪ নভেম্বর স্পেনের লয়োলায় অনুষ্ঠিত এক ইউখারিস্টিক উদযাপনের মধ্য দিয়ে এই ক্যানোনিকাল ঐক্য ঘোষণা করা হয়—যা পূরণ করেছে ভেনারেবল মেরি ওয়ার্ড-এর বহুদিনের স্বপ্ন।
অনুষ্ঠানে মেরি ওয়ার্ড এবং অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের জীবন, ইতিহাস ও ভাবনা নিয়ে তৈরি বিভিন্ন চিত্র দেখানো হয়। সিস্টার মনিকা সুচিয়াং উদ্বোধনী বক্তব্যে কনগ্রেগাসিও জেসু (সি জে) ও ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি (আই বি ভি এম)–এর দুই ভিন্ন ধারার অভিন্ন মিশনে যুক্ত হওয়ার গুরুত্ব বোঝান।
এর পরে আই বি ভি এম–এর দীর্ঘ পথচলা নিয়ে তৈরি একটি বিশেষ চলচ্চিত্র দেখানো হয়। অনুষ্ঠানে দুই নারী ধর্মীয় সংঘর একত্রীকরণের স্মারক প্রকাশ করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য