
গুয়াহাটি, ২৩ নভেম্বর (হি.স.) : আসাম রাইফেলস-এর কাছে আত্মসমর্পণ করেছে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ‘ইউনাইটেড লিবারেশেন ফ্রন্ট অব অসম-স্বাধীন’ (আলফা-স্বা)-এর শীর্ষ নেতা স্বঘোষিত 'মেজর জেনারেল' অরুণোদয় দহতিয়া। সঙ্গে আত্মসমর্পণ করেছে দহতিয়ার দেহরক্ষী ফ্রান্সিস অসম।
আসাম রাইফেলস-এর আধিকারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার ভোরের দিকে অরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তবর্তী পাংসুপাসের ঘন জঙ্গলে দেহরক্ষী সহ আত্মসমর্পণ করেছে অরুণোদয় এবং ফ্রান্সিস। গোয়েন্দা সূত্রে খবর ছিল, পাংসুপাসের ঘন জঙ্গলে কয়েকজন দুধর্ষ সশস্ত্ৰ আলফা-স্বাধীনের ক্যাডার অবস্থান করছে। এর মধ্যে সংগঠনের-প্রধান পরেশ বরুয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগীও রয়েছে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পাংসুপাসের ঘন জঙ্গলে আধাসেনা বাহিনী অভিযান চালায়। জঙ্গলে আলফা-স্বাধীনের অস্থায়ী ক্যাম্পকে ঘিরে ফেলেন আসাম রাইফেলস-এর জওয়ানরা। অবস্থা বেগতিক দেখে দেহরক্ষী সহ অরুণোদয় দহতিয়া আত্মসমৰ্পণ করে।
অরুণোদয় দহতিয়ার আত্মসমর্পণকে সংগঠনের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা বলে মনে করা হচ্ছে। এছাড়া, রাজ্যে চলমান শান্তি ও উগ্রপন্থী-বিরোধী প্রচেষ্টার জন্য একে উৎসাহব্যঞ্জক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, উগ্ৰপন্থী কাৰ্যকলাপে জড়িত অরুণোদয় দহতিয়ার বিরুদ্ধে ২০২৩ এবং ২০২৪ সালে তিনসুকিয়া এবং যোরহাট জেলায় আধাসেনা শিবিরে গ্ৰ্যানেড হামলার অভিযোগ রয়েছে। আধাসেনা শিবিরে ধারাবাহিক হামলার মূল ষড়যন্ত্রী হিসেবে অরুণোদয়কে শনাক্ত করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস