গোপীবল্লভপুরে শ্যামা মন্দিরে চুরি, উধাও গয়না
গোপীবল্লভপুর, ২৩ নভেম্বর ( হি. স.) গোপীবল্লভপুরের জগন্নাথপুর গ্রামে শ্যামা মায়ের মন্দিরে চুরির ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার গভীর রাতে মন্দিরের তিনটি তালা ভেঙে দেবীর সোনা–রুপোর গয়না থেকে শুরু করে পুজোর বিভিন্ন মূল্যবান সা
মন্দিরে চুরি


গোপীবল্লভপুর, ২৩ নভেম্বর ( হি. স.) গোপীবল্লভপুরের জগন্নাথপুর গ্রামে শ্যামা মায়ের মন্দিরে চুরির ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার গভীর রাতে মন্দিরের তিনটি তালা ভেঙে দেবীর সোনা–রুপোর গয়না থেকে শুরু করে পুজোর বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।রবিবার সকালে মন্দিরের এক সেবায়েত প্রতিদিনের মতো মন্দির পরিষ্কার করতে এসে দেখেন, মন্দিরের একটি তালা ভাঙা অবস্থায় ঝুলছে এবং বাকি দুটি তালা মূল দরজা থেকে সম্পূর্ণ উধাও। এরপর মন্দিরে ঢুকেই তিনি দেখেন মায়ের গায়ে থাকা গয়না, পিতলের ও রুপোর পুজোর সামগ্রী উধাও। সঙ্গে সঙ্গে বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানাতেই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande