
পানিপত, ২৩ নভেম্বর (হি. স.) : পানিপতের সেক্টর-২৫ এলাকার একটি কারখানায় সিঁড়ি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম কল্লু, তিনি উত্তর প্রদেশের হারদোই জেলার বাসিন্দা। কিছুদিন আগেই ওই কারখানায় কাজ শুরু করেছিলেন তিনি।
রবিবার কাজের সময় কারখানার ভেতরের সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হঠাৎই কল্লুর পা পিছলে যায়। গুরুতর জখম হন তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ওই শ্রমিকের পরিবার-পরিজন হারদোই থেকে পানিপতে পৌঁছায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য