
আগরতলা, ২৩ নভেম্বর (হি.স.): পাহাড়ে ক্রমবর্ধমান রাজনৈতিক হিংসার প্রতিবাদে রবিবার প্রদেশ কংগ্রেসের আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরব হলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি জানান, খুমলুঙে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির জন্য সরাসরি ত্রিপুরা সরকারের ভূমিকার প্রশ্ন তোলেন তিনি।
বিধায়কের অভিযোগ, খুমুলুঙ এলাকায় আগে সংঘর্ষ ঘটলেও তা কখনও রাজনৈতিক চেহারা নেয়নি। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ে রাজনৈতিক হিংসার নতুন সংস্কৃতি ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “হিংসার পথ পরিত্যাগ করুন। মানুষের মুখে-মনে হাসি ফিরিয়ে আনাই সর্বোচ্চ প্রাপ্তি। যা ঘটছে মানুষ ভুলবে না।”
এদিন, বনমন্ত্রী অনিমেশ দেববর্মার বিতর্কিত মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানান সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, এমন মন্তব্য প্রশাসনিক ও রাজনৈতিক পরিবেশের জন্য শুভ নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন, বিরোধীদের অভিযোগ যে ভিত্তিহীন নয় তা সরকারের জোট শরিকদের বক্তব্য থেকেই স্পষ্ট। বিরোধীদের যুক্তি অযৌক্তিক হলে সরকারের পক্ষ থেকেই প্রতিবাদ আসা উচিত ছিল বলেও মত প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন— সরকার কি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ?
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ