ধর্মনগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম ডেলিভারি বয়
ধর্মনগর (ত্রিপুরা), ২৩ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার দুর্গাপুর এলাকায় রবিবার দুপুরে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি বাইক ও মালবাহী বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন এক ডেলিভারি বয়। দমকল সূত্রে জানা গেছে, আহত যুবক
আহত


ধর্মনগর (ত্রিপুরা), ২৩ নভেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার দুর্গাপুর এলাকায় রবিবার দুপুরে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি বাইক ও মালবাহী বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন এক ডেলিভারি বয়।

দমকল সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম কৃপাঙ্কর সরকার (২১)। বাড়ি ধর্মনগরের পোস্ট অফিস রোড এলাকায়। তিনি একটি খাবার সরবরাহকারী সংস্থায় ডেলিভারি বয় হিসেবে কর্মরত। দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনায় যুক্ত বাইকের নম্বর টিআর০৫এফ- ৫৪৩৫ এবং বোলেরো মালবাহী গাড়ির নম্বর এমজেড০৮-৭৭৪৪। গাড়িটির মালিক মিজোরামের বাসিন্দা। তিনি জানান, ধর্মনগরের দিকে আসার সময়ই এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কৃপাঙ্কর সরকারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও তাঁকে বাঁচানোর জন্য চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande