
মুম্বই, ২৪ নভেম্বর (হি. স.) : সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন রূপলি পর্দার হি-ম্যান ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্র জগতের এক অধ্যায়ের অবসান। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র । মৃত্যুকালে ধর্মেন্দ্রর বয়স হয়েছিল ৮৯ বছর।
সোমবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে একটি অ্যাম্বুল্যান্স আসতেই চারদিকে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। অভিনেতার বাড়িতে একের পর এক বলিউড তারকাদের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নিরাপত্তা। গোটা পরিবার শ্মশান ঘাটে ইতিমধ্যেই পৌঁছেছে। এরপর তাঁর বাড়ির সামনে পৌঁছায় অ্যাম্বুল্যান্স।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন অভিনেতা। ১০ নভেম্বর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এমনকি সে সময় ছড়িয়ে পড়ে মৃত্যুর গুঞ্জন। যা নিয়ে হেমা মালিনী এবং এষা দেওল ভীষণ ক্ষুব্ধ হন। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ধর্মেন্দ্র সুস্থ । তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে। তারপর থেকে বাড়িতেই চলছিল চিকিৎসা।
হিন্দুস্থান সমাচার / সোনালি