শীতের মরশুমের জন্য বন্ধ বদ্রীনাথ মন্দির, আচার-অনুষ্ঠান সম্পন্ন
চামোলি, ২৫ নভেম্বর (হি.স.): শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গেল চারধামের অন্যতম পবিত্র পুণ্যধাম বদ্রীনাথ। মঙ্গলবার দুপুরে পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা। তার আগে এদিন সকাল থেকেই চলে আচার-অনুষ্ঠান। প্রায় ১২ কুইন্টাল ফুল দিয়ে
শীতের মরশুমের জন্য বন্ধ বদ্রীনাথ মন্দির, আচার-অনুষ্ঠান সম্পন্ন


চামোলি, ২৫ নভেম্বর (হি.স.): শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গেল চারধামের অন্যতম পবিত্র পুণ্যধাম বদ্রীনাথ। মঙ্গলবার দুপুরে পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা। তার আগে এদিন সকাল থেকেই চলে আচার-অনুষ্ঠান। প্রায় ১২ কুইন্টাল ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় বদ্রীনাথ মন্দির।

মঙ্গলবার দুপুর ২.৫৬ মিনিট নাগাদ শীতের মরশুমের জন্য বন্ধ করে দেওয়া হয় শ্রী বদ্রীনাথ ধাম। প্রায় ১২ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় মন্দির। মন্দিরের দরজা বন্ধ হওয়ার আচার-অনুষ্ঠান শুরু হয় দুপুর একটা থেকে। মন্দিরের দরজা বন্ধ হওয়ার অনুষ্ঠান প্রত্যক্ষ করতে এদিন বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে বদ্রীনাথ মন্দির। উল্লেখ্য, ইতিমধ্যেই যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথ মন্দির শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এবার বন্ধ হল বদ্রীনাথ মন্দিরের দরজা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande