শীতকালীন অধিবেশনের প্রাক্কালে ৩০ নভেম্বর সর্বদল বৈঠক আহ্বান রিজিজুর
নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে আগামী ৩০ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরে
সৌদিতে দুর্ঘটনায় স্তব্ধ রিজিজু, সমস্ত সহায়তার আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর


নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে আগামী ৩০ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। মঙ্গলবার সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সংসদের শীতকালীন অধিবেশনকে ফলপ্রসু করার স্বার্থে বিরোধীদের সহযোগিতা কামনা করেই এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের ফ্লোর নেতাদের উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande