
অযোধ্যা, ২৫ নভেম্বর (হি.স.): এমন একটি ভারত গড়ে তুলতে হবে যা বিশ্বকে সত্যের ওপর ভিত্তি করে 'ধর্ম' প্রদান করে, মঙ্গলবার রাম মন্দিরের ধজ্জারোহণ অনুষ্ঠানে এই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেন, আমাদের এমন একটি ভারত গড়ে তুলতে হবে যা বিশ্বকে সত্যের উপর ভিত্তি করে 'ধর্ম' প্রদান করে। আমাদের এমন একটি ভারত গড়ে তুলতে হবে যা এই 'ধর্ম', এই জ্ঞানকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেবে; প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রতীক (রাম মন্দির) দেখে এবং এর থেকে অনুপ্রেরণা নিয়ে, আমাদের চ্যালেঞ্জের মুখেও ঐক্যবদ্ধভাবে এর জন্য কাজ করে যেতে হবে। বিশ্ব এমন একটি ভারত প্রত্যাশা করে যা বিশ্বের সকলের কাছে আনন্দ এবং শান্তি ছড়িয়ে দেয়, এমন একটি ভারত যা মানুষকে উন্নয়নের কথা শেখায়। এটি আমাদের কর্তব্য। আসুন আমরা শ্রী রাম লালার নামজপ করি এবং এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা