
নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): ডিসেম্বর মাসে ভারত সফরে আসছেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিরাপত্তাজনিত কারণে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফর স্থগিত করা হয়েছে। চলতি বছরের শেষেই ভারতে আসার কথা ছিল তাঁর। ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণের জেরেই নেতানিয়াহু সফর বাতিল করেছেন বলে জানা গিয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শেষবার ২০১৮ সালে ভারতে এসেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের জন্য তাঁর ফের এ দেশে আসার কথা ছিল। কিন্তু, নিরাপত্তা বিষয়টিকে বিবেচনা করে সেই সফর বাতিল করা হয়েছে। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে, নেতানিয়াহু ৯ সেপ্টেম্বর ভারত সফর বাতিল করেছিলেন। কারণ তিনি ১৭ সেপ্টেম্বর ইজরায়েলে ভোটগ্রহণের কারণে সময়সূচী সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তার আগে এপ্রিলের নির্বাচনের আগেও তিনি তা করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা