২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত করতেই হবে, আহ্বান প্রধানমন্ত্রীর
অযোধ্যা, ২৫ নভেম্বর (হি.স.): ভারতকে বিকশিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত ১১ বছরে, সমাজের প্রতিটি ক্ষেত্র— নারী, দলিত, অনগ্রসর শ্রেণী, অত্যন্ত অনগ্রসর শ্রেণী, উপজাতি সম্প্রদায়, বঞ্চিত, কৃষক, শ্রমিক এবং যুবসমাজ—উন্নয
প্রধানমন্ত্রী


অযোধ্যা, ২৫ নভেম্বর (হি.স.): ভারতকে বিকশিত করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত ১১ বছরে, সমাজের প্রতিটি ক্ষেত্র— নারী, দলিত, অনগ্রসর শ্রেণী, অত্যন্ত অনগ্রসর শ্রেণী, উপজাতি সম্প্রদায়, বঞ্চিত, কৃষক, শ্রমিক এবং যুবসমাজ—উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। যখন দেশের প্রতিটি ব্যক্তি, প্রতিটি ক্ষেত্র এবং প্রতিটি অঞ্চল ক্ষমতায়িত হবে, তখন এই লক্ষ্য অর্জনে সকলের প্রচেষ্টা নিয়োজিত হবে এবং সকলের প্রচেষ্টার মাধ্যমেই আমরা ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ে তুলব, যখন দেশ স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে।

মঙ্গলবার অযোধ্যায় প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের অবশ্যই ভগবান রামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আমাদের অবশ্যই তাঁর চরিত্রের গভীরতা বুঝতে হবে। আমাদের মনে রাখতে হবে যে রাম মানে মর্যাদা, রাম মানে জীবন ও আচরণের সর্বোচ্চ মান। রাম সর্বোচ্চ সৎ গুণের জীবনকে প্রতিনিধিত্ব করে। রাম এমন একজন ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে যিনি ধর্মের পথে চলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন অযোধ্যা আবারও এমন একটি নগরীতে পরিণত হচ্ছে যা বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করবে। ত্রেতা যুগের অযোধ্যা মানবতাকে নীতিশাস্ত্র দিয়েছে। একবিংশ শতাব্দীর অযোধ্যা মানবতাকে উন্নয়নের এক নতুন মডেল দিচ্ছে। সেই সময়ে, অযোধ্যা ছিল মর্যাদার কেন্দ্র। এখন অযোধ্যা একটি বিকশিত ভারতের মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande