শীতে জবুথবু শ্রীনগর, পারদ নামল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াসে
শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শীতে জবুথবু শ্রীনগর থেকে পহেলগাম, সর্বত্রই তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। শ্রীনগরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস। কুপওয়ারাতেও নিম্নমুখী ত
শীতে জবুথবু শ্রীনগর, পারদ নামল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াসে


শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শীতে জবুথবু শ্রীনগর থেকে পহেলগাম, সর্বত্রই তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। শ্রীনগরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস। কুপওয়ারাতেও নিম্নমুখী তাপমাত্রার পারদ।

শীতের দাপট শুরু হয়েছে গুলমার্গে। পর্যটকদের প্রিয় স্থান এখানেও হিমাঙ্কের নীচে নেমেছে তাপমাত্রা। শ্রীনগর থেকে গুলমার্গ, কুপওয়ারা থেকে পহেলগাম সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বাড়বে শীতের দাপটও।

শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়ছে। মঙ্গলবার সকালে শ্রীনগর-সহ কাশ্মীরের নানা স্থান কুয়াশাচ্ছন্ন ছিল। ফলে দৃশ্যমনতাও কিছুটা কমে যায়। আগামী কিছু দিন পর, ডিসেম্বরের শুরুতে আবার কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande