রামকৃষ্ণনগরের লালছড়ায় তিনটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং একটি রাস্তার শিলান্যাস বিধায়ক বিজয়ের
দুল্লভছড়া (অসম), ৩ নভেম্বর (হি.স.) : শ্ৰীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের দুল্লভছড়া ব্লকের অধীন লালছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং একটি রাস্তার শিলান্যাস করেছেন বিধায়ক বিজয় মালাকার। আজ সোমবার লালছড়া গ্রা
রামকৃষ্ণনগরের লালছড়ায় তিনটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং একটি রাস্তার শিলান্যাস বিধায়ক বিজয়ের


দুল্লভছড়া (অসম), ৩ নভেম্বর (হি.স.) : শ্ৰীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের দুল্লভছড়া ব্লকের অধীন লালছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং একটি রাস্তার শিলান্যাস করেছেন বিধায়ক বিজয় মালাকার।

আজ সোমবার লালছড়া গ্রাম পঞ্চায়েত (জিপি) এলাকার পার্ট-থ্রিতে নতুন মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ফানাইছড়া গ্রান্টে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার, রায়পুরে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার এবং একটি রাস্তার শিলান্যাস করেছেন বিধায়ক বিজয়।

এ উপলক্ষ্যে রায়পুরে অনুষ্ঠিত সভায় প্ৰদত্ত বক্তব্যে বিধায়ক বলেন, নির্বাচনী প্রতিশ্রতি অনুযায়ী এলাকার উন্নয়নে তৎপর রয়েছেন তিনি। তিনটি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করতে ব্যয় হবে ৭৫ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী তহবিল থেকে ৯০ লক্ষ টাকা ব্যয়ে হবে গম্ভীরা চা বাগান ফ্যাক্টরি থেকে ভৈরববাড়ি হয়ে কেঁকড়াগুল মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণে। সভায় এলাকার মানুষ সহ বিজেপির কার্যকর্তারা বিধায়কের কাজের প্রশংসা করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে বিধায়ক বিজয় মালাকার আজকের কার্যসূচি এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নিরলস উন্নয়নমুখি কাজকর্মের বেশ কিছু খতিয়ান তুলে ধরেছেন। আজকের অনুষ্ঠানগুলিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির শ্রীভূমি জেলার উপ-সভাপতি বিশ্বতোষ সেন, লালছড়া জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী, বরিষ্ঠ বিজেপি নেতা উমাশংকর বানিয়া, চেরাগি জেলা পরিষদ সদস্য পঙ্কজ রায়শর্মা সহ স্থানীয় কার্যকর্তাবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande