
মালদা, ৩ নভেম্বর, (হি.স.): মেয়েরা যদি রাত আটটার পর ঘর থেকে না-বেরোন, তবে তাঁরা চ্যাম্পিয়ন হবেন কীভাবে? ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
সোমবার বিজেপির দলীয় কার্যক্রমে যোগ দিতে মালদায় আসেন মিঠুন চক্রবর্তী। মালদা শহর সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলের কনফারেন্স হলে দলীয় কার্যক্রমে যোগ দেন তিনি। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী৷
রবিবার রাতে নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷ খেলা শেষ হয়েছে রাত ১২টার পর৷ এই নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস দেখা গিয়েছে৷ পাশাপাশি নাম না-করে বেশি রাতে খেলা শেষ হওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অনেকে৷ কারণ, দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, গভীর রাতে মেয়েটি কীভাবে জঙ্গল এলাকায় গেল?
এই নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়৷ অনেকে দাবি করেন যে আসলে মেয়েদের বেশি রাতে না-বের হওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী৷ যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল যে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে৷ অনেকে আবার দাবি করেন যে মুখ্যমন্ত্রী আসলে প্রশ্ন তুলেছেন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত