উলুবেড়িয়া হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের সদস্য
হাওড়া, ৩ নভেম্বর, (হি.স.): সোমবার উলুবেড়িয়া হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কালীপুজোর দিন হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে হেনস্থা করেন কয়েক জন। গালিগালাজের পাশাপাশি
উলুবেড়িয়া হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের সদস্য


হাওড়া, ৩ নভেম্বর, (হি.স.): সোমবার উলুবেড়িয়া হাসপাতালে যান জাতীয় মহিলা

কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কালীপুজোর দিন হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে হেনস্থা করেন কয়েক জন। গালিগালাজের পাশাপাশি ধাক্কাধাক্কি হয়। এই ঘটনায় তিন জনকে গ্রেফতারও করে পুলিশ। সোমবার সেই হাসপাতালে যায় কমিশনের দল।

সেখানে হাসপাতালের নিরাপত্তা নিয়ে সরব হন মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। প্রশ্ন তোলেন হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সিগুলির ভূমিকা নিয়েও। অর্চনা মজুমদার বলেন, ‘‘আমি হাসপাতাল কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ থেকে পুলিশ, সকলের সঙ্গেই কথা বলেছি। এখানে নিরাপত্তার অনেক জায়গায় ঘাটতি আছে।“

অর্চনা মজুমদার বলেন, ‘‘যেখানে একাধিক বিভাগে অনেক মহিলা কাজ করেন, সেখানে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। ঘটনার দিন ফিমেল মেটারনিটি ওয়ার্ডে যদি সময় মতো সিস্টার এবং পুলিশ না আসত, তা হলে যে কী হতো সেটা ভাবতে পারছি না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande