গুয়াহাটিতে বশিষ্ঠ পুলিশের হাতে গ্রেফতার সাত কুখ্যাত ক্রিমিন্যাল
গুয়াহাটি, ৩ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি মেট্ৰোর অন্তর্গত বশিষ্ঠ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে সাত কুখ্যাত সাত ক্রিমিন্যাল। গ্রেফতারকৃত ক্রিমিন্যালরা যথাক্রমে লখিমপুরের সুরজ আলি, জাকির হুসেন ও মহম্মদ আলি; নগাঁও জেলার আবুল কাসেম ও আমির হোসেন এবং শোণি
গুয়াহাটিতে গ্রেফতার সাত কুখ্যাত ক্রিমিন্যাল


গুয়াহাটি, ৩ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি মেট্ৰোর অন্তর্গত বশিষ্ঠ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে সাত কুখ্যাত সাত ক্রিমিন্যাল। গ্রেফতারকৃত ক্রিমিন্যালরা যথাক্রমে লখিমপুরের সুরজ আলি, জাকির হুসেন ও মহম্মদ আলি; নগাঁও জেলার আবুল কাসেম ও আমির হোসেন এবং শোণিতপুর জেলার আলাউদ্দিন ও আইনুল হক।

আজ সোমবার বশিষ্ঠ থানা সূত্রে জানা গেছে, নিৰ্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার গভীর রাতে খানাপাড়া এলাকার কইনাধরার কাছে পরিচালিত অভিযানে ওই সাত মোস্ট ওয়ান্টেড ক্রিমিন্যালকে গ্রেফতার করা হয়েছে। এই ক্রিমিন্যাল গ্যাঙ গোটা রাজ্য জুড়ে ডাকাতি, জাল নোট ছাপানো ও হস্তান্তর, নেশাদ্রব্যের পাচারজনিত একাধিক মামলায় জড়িত।

সূত্র জানিয়েছে, পরিচালিত অভিযানে ৯৮,৫০০ টাকার জাল নোট, ডাকাতিতে ব্যবহৃত দুটি কাঠের লাঠি, দশটি মোবাইল ফোনের হ্যান্ড সেট এবং এএস ০২ এজি ৭৯০১ নম্বরের স্করপিও এবং এএস০৭ এক্স ১৬৬৬ নম্বরের সুইফট কার সহ দুটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছেন অভিযানকারী পুলিশের কর্মকর্তারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে ধৃতদের টানা জেরা করা হচ্ছে। বিস্তৃত ক্রিমিন্যাল নেটওয়ার্কের সম্ভাব্য লিংকের হদিশ পেতে তদন্ত চলছে, জানিয়েছে সূত্রটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande