
কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): সোমবার কালীঘাটে শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায় স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপাশে দুজনকে দাঁড় করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি মনে করি গণতন্ত্রে যে কোনও রাজনৈতিক দল, কে কোন রাজনৈতিক দল ধরবে, সেটা বেছে দেওয়ার অধিকার সবার রয়েছে। মধ্যখানে, কয়েকবছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আপনারাও তা দেখেছেন।
দলনেত্রীর অনুমোদনক্রমে, শোভনদা এবং বৈশাখীদি-দুজনকে ঘরে ফেরানো হয়েছে। সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন।”
এ দিন তৃণমূলে ফিরেই ফের অভিষেক
বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে যান শোভন। অর্থাৎ, এনকেডিএ-র পদপ্রাপ্তির পর এবার দলীয় স্তরেও যে গুরুত্ব বাড়বে শোভনের, তা বলাই বাহুল্য।
এর আগে এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে অরূপ বিশ্বাস জানান, শোভন এবং বৈশাখী চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি সেই সময় দিয়েছেন। তৃণমূল ভবন থেকেই কালীঘাটে অভিষেকের বাড়ির উদ্দেশে রওনা দেন শোভন এবং বৈশাখী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত