
হাইলাকান্দি (অসম), ৩ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনব্যাপী কার্যসূচির অঙ্গ হিসেবে আজ সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাচক্ৰ, বিতৰ্ক এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান যথাক্রমে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, লালা রুরাল কলেজ এবং কাটলিছড়া এসকে রায় কলেজে কার্যসূচিগুলি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানগুলির মাধ্যমে লৌহমানব বল্লভভাই কীভাবে দেশকে ঐক্যবদ্ধ রাখতে অবদান যুগিয়ে গেছেন তা তুলে ধরা হয়। লৌহমানব সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকালের (৪ নভেম্বর) কার্যসূচিতে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, ৬ নভেম্বর স্বাস্থ্য শিবির, ফিটনেস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ৭ নভেম্বর অমৃত সরোবর সাফাই অভিযান, আলোচনাচক্র এবং কর্মশালা, ১০ নভেম্বর জেলা পর্যায়ে পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম, লৌহমানবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বদেশী আত্মনির্ভর ভারতের শপথ এবং ১১ নভেম্বর সাফাই অভিযান।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সব কার্যসূচিতে আপামর জনসাধারণকে অংশগ্রহণ করতে প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস