অসমে স্কুলের পাঠ্যক্রমে জুবিন গার্গের জীবনী, প্রস্তাব বিবেচনাধীন : শিক্ষামন্ত্ৰী ডা. পেগু
গুয়াহাটি, ৩ নভেম্বর (হি.স.) : অসমে স্কুলের পাঠ্যসূচিতে প্রয়াত বহুমুখি প্রতিভাসম্পন্ন কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি আন্তরিকভাবে বিবেচনা করা হচ্ছে, বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু। অসমে স্কুলের পাঠ্যসূচি
বাইট দিচ্ছেন অসমের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু (বামে)


গুয়াহাটি, ৩ নভেম্বর (হি.স.) : অসমে স্কুলের পাঠ্যসূচিতে প্রয়াত বহুমুখি প্রতিভাসম্পন্ন কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের জীবনী অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি আন্তরিকভাবে বিবেচনা করা হচ্ছে, বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু।

অসমে স্কুলের পাঠ্যসূচিতে অসমের যুবসমাজের হাৰ্টথ্ৰব, অসমবাসীর প্রাণের শিল্পী, ভারত তথা বিশ্ববন্দিত জুবিন গার্গের জীবনী অন্তৰ্ভুক্ত করতে বিভিন্ন মহল থেকে উত্থাপিত দাবি সম্পর্কে আজ সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ বোর্ড। বিষয়টি জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তাই ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করছে এসসিইআরটি। তবে কিছু একটা করা হবে। আমরা করব।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande