পথ দুর্ঘটনা তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৭, আহত ১০
হায়দরাবাদ, ৩ নভেম্বর (হি.স.): সোমবার ভোরে ভয়াবহ এক পথ দুর্ঘটনা হয় তেলঙ্গানায়। মৃত কমপক্ষে ১৭ জন। এ ছাড়াও, গুরুতর জখম হয়েছেন অন্তত ১০। তেলঙ্গানার শেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে একটি রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বাস এবং একটি ট্রাকের মু
পথ দুর্ঘটনা তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৭, আহত ১০


হায়দরাবাদ, ৩ নভেম্বর (হি.স.): সোমবার ভোরে ভয়াবহ এক পথ দুর্ঘটনা হয় তেলঙ্গানায়। মৃত কমপক্ষে ১৭ জন। এ ছাড়াও, গুরুতর জখম হয়েছেন অন্তত ১০।

তেলঙ্গানার শেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে একটি রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বাস এবং একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ঘটে বিপত্তি। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

সূত্রের খবর, যাত্রী বোঝাই ওই বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন ওই বাসে। সেই সময়ে চেভেল্লার দিক থেকে তাণ্ডুরের দিকে আসছিল পাথর বোঝাই একটি ট্রাক। কিন্তু ট্রাকটি রাস্তার ভুল লেন দিয়ে আসছিল। তাতেই বিজাপুর হাইওয়ে এলাকায় ঘটে বিপত্তি।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ট্রাক এবং বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande