কাঁঠালিয়ায় ট্রাফিক সচেতনতা কর্মসূচি “প্রয়াস”
বক্সনগর (ত্রিপুরা), ৩ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্মৃতি কান্ত বর্ধনের উদ্যোগে সোমবার কাঁঠালিয়া মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক কর্মসূচি “প্রয়াস”। এই অনুষ্ঠানে বিএমএস সংগঠনের সদস্যরাও উপস্থিত
প্রয়াস কর্মসূচি


বক্সনগর (ত্রিপুরা), ৩ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্মৃতি কান্ত বর্ধনের উদ্যোগে সোমবার কাঁঠালিয়া মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক কর্মসূচি “প্রয়াস”। এই অনুষ্ঠানে বিএমএস সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এটি ছিল কাঁঠালিয়া থানার ওসি-এর প্রথম উদ্যোগ। মূল উদ্দেশ্য — ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বর্তমানে সোনামুড়া থেকে কাঁঠালিয়া ও নিদয়া পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কে যানবাহনের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

ওসি বলেন, “যাত্রী পরিবহন শুধু আয়ের মাধ্যম নয়, এটি সমাজসেবারই এক রূপ। তাই সচেতনতা ও নিয়মানুবর্তিতা বজায় রাখা প্রতিটি চালকের কর্তব্য।” তিনি চালকদের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন — ট্রাফিক আইন মেনে চলতে হবে, সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিমি গতিতে গাড়ি চালাতে হবে, নির্দিষ্ট স্থানে গাড়ি পার্ক করতে হবে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া দক্ষিণ অংশের তিনটি অটো স্ট্যান্ডের প্রতিনিধি ও সংগঠনের দায়িত্বপ্রাপ্ত চন্দন দেবনাথ। তিনি ওসির এই উদ্যোগকে “সময়োপযোগী ও প্রশংসনীয়” বলে অভিহিত করেন।

শেষে ওসি উপস্থিত চালকদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান সমাজ ব্যবস্থায় আপনারাই সমাজসেবার এক গুরুত্বপূর্ণ অংশ। যানবাহনের সংখ্যা ও জনসংখ্যা দুটোই বাড়ছে — তাই আরও সতর্কভাবে গাড়ি চালান, নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande