বিহারে এ পর্যন্ত তল্লাশি অভিযানে ১০৮.১৯ কোটি টাকা বাজেয়াপ্ত : নির্বাচন কমিশন
কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন ও ৮টি কেন্দ্রের উপ - নির্বাচনের প্রাক্কালে চলছে কমিশনের নজরদারি। ইতিমধ্যেই আদর্শ আচরণবিধি চালু রয়েছে। সেইসঙ্গে চলছে তল্লাশি অভিযান। জাতীয় নির্বাচন কমিশনের তরফেও সোমবার এক প্রেস বিজ্ঞপ্তি
বিহারে এ পর্যন্ত তল্লাশি অভিযানে ১০৮.১৯ কোটি টাকা বাজেয়াপ্ত : নির্বাচন কমিশন


কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন ও ৮টি কেন্দ্রের উপ - নির্বাচনের প্রাক্কালে চলছে কমিশনের নজরদারি। ইতিমধ্যেই আদর্শ আচরণবিধি চালু রয়েছে। সেইসঙ্গে চলছে তল্লাশি অভিযান। জাতীয় নির্বাচন কমিশনের তরফেও সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। ৮২৪ টি ফ্লাইং স্কোয়াড সেখানে ঘুরছে। এ পর্যন্ত সেখানে বাজেয়াপ্তের পরিমাণ ১০৮. ১৯ কোটি টাকা ছাড়িয়ে গেল। এর মধ্যেই রয়েছে নগদ টাকা থেকে শুরু করে পানীয়, ড্রাগ, মূল্যবান অলঙ্কার ইত্যাদি। কেন্দ্রীয় তদন্তকারী নানা সংস্থা এ নিয়েই লাগাতর কাজ করছে। তবে, সাধারণ নাগরিকদের কাছে তল্লাশি অভিযানের সময় যেন কোন সমস্যার সৃষ্টি না হয় তা আগাম জানিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবেই বা অনভিপ্রেত ঘটনায় তৎপরতা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande