
কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী মহিলা ক্রিকেট দলদের শুভেচ্ছা জানান রবিবার মধ্যরাতেই। তারপরই কটাক্ষ ছুড়ে দেয় গেরুয়া শিবির। 'আপনি তো ওদের রাত ৮টায় ঘরে ঢুকে যেতে বলেছিলেন।' পোস্ট করে ট্রোল বিজেপি-র।
বিজেপি-র অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে লেখা হয়, ‘'OMG ওরা তো ১২টা পর্যন্ত খেলল, আপনি তো ওদের রাত ৮টার মধ্যে ঘরে ঢুকে যেতে বলেছিলেন।”
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'রাত সাড়ে ১২টায় ওই ছাত্রী বেরিয়েছিল কেন? বিশেষত মেয়েদের রাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে।' তাঁর এই মন্তব্য তীব্র অসন্তোষের জন্ম দেয় সর্বত্র। রাজ্যের আইনশৃঙ্খলার কথা না ভেবে মহিলাদের বাইরে বেরোতে নিষেধ করছেন খোদ মুখ্যমন্ত্রী, এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেয় বিরোধীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত