কলকাতা ময়দানে ম্যাচ ফিক্সিং, ধৃত দুই
কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : কলকাতা ময়দানে ফুটবল গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার দুইজন ।পুলিশ জানিয়েছে, ধৃত দুজনেই খিদিরপুর ক্লাবের কর্তা। আকাশ দাস খিদিরপুরের স্পোর্টিং ক্লাবের ম্যানেজার। দ্বিতীয় জন রাহুল সাহা খিদিরপুর স্পোর্টিং ক্লা
কলকাতা ময়দানে ম্যাচ ফিক্সিং, ধৃত দুই


কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : কলকাতা ময়দানে ফুটবল গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার দুইজন ।পুলিশ জানিয়েছে, ধৃত দুজনেই খিদিরপুর ক্লাবের কর্তা। আকাশ দাস খিদিরপুরের স্পোর্টিং ক্লাবের ম্যানেজার। দ্বিতীয় জন রাহুল সাহা খিদিরপুর স্পোর্টিং ক্লাবের মিডিয়া ম্যানেজার। সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়েই বিস্তারিত জানানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার লালবাজারে ডাক পড়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সভাপতি অজিত বন্দোপাধ্যায় উভয়েই উপস্থিত ছিলেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। দীর্ঘদিন ধরেই আকাশের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ছিল। পুলিশের কাছেও তা সবিস্তারে জমা পড়ে। সংশ্লিষ্ট ঘটনায়, রবিবারেই এফ আই আর দায়ের করা হয়েছে। এরপর তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে, রবিবার রাতেই উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর ও বেলঘরিয়ার বাড়ি থেকেই পুলিশ লালবাজারে নিয়ে আসে। দীর্ঘ জেরায় নতুন অনেক নাম মিলেছে। কাজেই ফের আরও বেশ কিছু নাম পুলিশকে জানিয়েছে উভয়ে মিলেই। এছাড়াও আকাশ, কলকাতা ময়দানের আরেক পুরোনো ও ঐতিহ্যসম্পন্ন উয়ারি ক্লাবের সঙ্গেও জড়িত রয়েছে। প্রসঙ্গতঃ, কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনের দুটি ক্লাবের নাম জড়িত ছিল ম্যাচ গড়াপেটার সঙ্গে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande