
কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : মাইল ফলক ছুঁয়ে ফেলল রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পটি। এই খুশির খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কঠিন সময়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা মানুষের পাশে আছে। মুখ্যমন্ত্রী সোমবার এক্স মাধ্যমে জানিয়েছেন, 'স্বাস্থ্য সাথী' -- পশ্চিমবঙ্গ সরকারের সর্বাত্মক, অনন্য স্বাস্থ্য নিশ্চিতকরণ প্রকল্পটি ৩১ অক্টোবর ২০২৫ তারিখে এক কোটি হাসপাতালে ভর্তির লক্ষ্যমাত্রা অর্জন করেছে, যেখানে রাজ্য বাজেট থেকে সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গের নাগরিকদের ১৩,১৫৬ কোটি টাকার নগদহীন স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের যে কোনও বাসিন্দা 'স্বাস্থ্য সাথী'-এর সুবিধা গ্রহণের যোগ্য, যদি অন্য কোনও রাজ্য-স্পন্সরিত প্রকল্পের আওতায় নাও থাকে। পশ্চিমবঙ্গের ৮.৫ কোটিরও বেশি বাসিন্দা এই প্রকল্পের আওতায় রয়েছেন। শক্তিশালী আইটি প্ল্যাটফর্ম এবং হাসপাতাল অংশীদারদের সময়সীমাবদ্ধ অর্থ প্রদান এর সুবিধাভোগীদের দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা প্রদান নিশ্চিত করেছে। আপনার কঠিন সময়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনার পাশে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত