“কেন্দ্রের বৈমাত্রিক সুলভ আচরণ”, সরব অভিষেক
কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): “কেন্দ্রের বৈমাত্রিক সুলভ আচরণ-সহ ৫ বছর ধরে আঘাত, বাংলার প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এই কেন্দ্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।” সোমবার এই মন্তব্য করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): “কেন্দ্রের বৈমাত্রিক সুলভ আচরণ-সহ ৫ বছর ধরে আঘাত, বাংলার প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এই কেন্দ্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।” সোমবার এই মন্তব্য করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ভবনে হাজিরা দেওয়ার পর দেখা করতে যান অভিষেকের সঙ্গে। এর পর শোভন-বৈশাখীকে দুপাশে রেখে অভিষেক বলেন, “আমি সকলের কাছে আবেদন করব, যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত হানছে, জাতি-দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

অভিষেক বলেন, যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়। সেই লড়াইটা আপামর জনগণের, ১০ কোটি বঙ্গবাসীর।

কালীঘাটে সাংবাদিকদের ডায়মন্ড হারবারের সাংসদ এসআইআর-সহ একাধিক বিষয়ে সুর চড়ান তিনি। বলেন, ”তৃণমূল থাকতে কারও নাম বাদ যাবে না। কেউ ভয়ে কিংবা আতঙ্কে থাকবেন না।” সাংসদের কথায়, ”তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছেন। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেক ওয়ার্ডে সাহায্যের জন্য হেল্প ডেস্ক-ক্যাম্প তৈরি করা হচ্ছে।”

অভিষেক জানান, প্রত্যেকটি বিধানসভায় সুনির্দিষ্ট ওয়াররুমের ব্যবস্থা থাকবে, যার দায়িত্বে থাকবেন দলের বিধায়ক এবং সাংসদরা। এসআইআর আবহে রাজ্যে একের পর এক মৃত্যু নিয়েও এদিন সুর চড়ান অভিষেক। তিনি বলেন, ”আগামিকাল থেকে এসআইআর শুরু হবে। তার আগেই ছ’জনের মৃত্যু হয়েছে। সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল।”

সাংসদের কথায়, ”যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি, জমিদার বলি।” এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেন অসমে এসআইআর হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande