কাজ থেকে সরানোর প্রতিবাদ, কুলটির কারখানায় বিক্ষোভ ঠিকাকর্মীদের
কুলটি, ৩ নভেম্বর (হি.স.): জনা চল্লিশ অস্থায়ী শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ হল পশ্চিম বর্ধমানের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে। কারখানার সব ঠিকাকর্মী তাতে শামিল হন। ঠিকাকর্মীরা জানান, তামা ও পিতলের বিভিন্ন কাজ হয
কাজ থেকে সরানোর প্রতিবাদ, কুলটির কারখানায় বিক্ষোভ ঠিকাকর্মীদের


কুলটি, ৩ নভেম্বর (হি.স.): জনা চল্লিশ অস্থায়ী শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ হল পশ্চিম বর্ধমানের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে। কারখানার সব ঠিকাকর্মী তাতে শামিল হন।

ঠিকাকর্মীরা জানান, তামা ও পিতলের বিভিন্ন কাজ হয়ে থাকে যে বিভাগে, সেখানকার ৪০ জন অস্থায়ী শ্রমিককে হঠাৎ কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এ দিন বিক্ষোভের ফলে কারখানার বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে। এ বিষয়ে এখনও কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande