আপডেট...মঙ্গলবার সকালে গুয়াহাটি আসবে বাঁশিবাদক দীপক শর্মার নশ্বর দেহ, নবগ্রহ শ্মশানে রাজ্য মর্যাদায় শেষকৃত্য
গভীর শোকাহত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গুয়াহাটি, ৩ নভেম্বর (হি.স.) : আগামীকাল মঙ্গলবার ভোর পাঁচটায় স্পেশাল চার্টার্ড ফ্লাইটে চেন্নাই থেকে গুয়াহাটি আসবে প্রয়াত বাঁশিবাদক দীপক শৰ্মার নশ্বর দেহ। গুয়াহাটির নবগ্রহ শ্মশানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
মুখ্যমন্ত্রীর পোস্টকৃত প্রয়াত বাঁশিবাদক দীপক শৰ্মার ফাইল ছবি


গভীর শোকাহত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ নভেম্বর (হি.স.) : আগামীকাল মঙ্গলবার ভোর পাঁচটায় স্পেশাল চার্টার্ড ফ্লাইটে চেন্নাই থেকে গুয়াহাটি আসবে প্রয়াত বাঁশিবাদক দীপক শৰ্মার নশ্বর দেহ। গুয়াহাটির নবগ্রহ শ্মশানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বাঁশিবাদক দীপক শৰ্মার শেষকৃত্য সম্পন্ন হবে সম্পূর্ণ রাজ্য মর্যাদায়, জনিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

প্রয়াতের পারিবারিক সূত্রে জানা গেছে, বড়ঝাড়ে অবস্থিত গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর নশ্বর দেহ অম্বিকাগিরিনগরে নিজস্ব বাড়িতে নিয়ে আসা হবে। বাড়িতে আচার-অনুষ্ঠান সম্পন্ন করে গণ-শ্ৰদ্ধাঞ্জলির জন্য সকাল ১০টা থেকে ২-টা পর্যন্ত অম্বিকাগিরিনগরে অবস্থিত ‘সেউজ সংঘ’ চত্বরে রাখা হবে প্রয়াতের নশ্বর দেহ। এখানে তাঁর ভক্তকুল, আনুরাগী-গুণমুগ্ধ সহ বিভিন্ন দল-সংগঠন তাঁরে অন্তিম শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। তার পর দীপক শৰ্মার নশ্বর দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে নবগ্ৰহ শ্মশানে।

প্ৰসঙ্গত, আজ সোমবার সকাল ৬:১৫টায় চেন্নাইয়ের রেলা হাসপাতালে চিকিৎসাধন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বাঁশিবাদক দীপক শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

এদিকে, প্রখ্যাত বাঁশিবাদক দীপক শৰ্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রয়াতের একটি ছবি সহ এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশিষ্ট বাঁশিবাদক দীপক শর্মার অকাল মৃত্যুর খবর পেয়ে গভীরভাবে শোকাহত হয়েছি। তিনি অসমীয়া সংগীতে প্রচুর অবদান রাখার পাশাপাশি বাঁশিকে একটি বাদ্যযন্ত্র হিসেবে জনপ্রিয় করেছিলেন৷ শোকাহত পরিবারের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande