উদয়পুরে পুলিশের অভিযানে অবৈধ মদসহ দুই আটক
উদয়পুর (ত্রিপুরা), ৩ নভেম্বর (হি.স.) : নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উদয়পুর মহকুমা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় দায়িত্ব নেওয়ার পর থেকেই উদয়পুরকে মাদক ও নেশার কবল থেকে মুক্ত করতে একাধিক সচেতনতাম
বেআইনি মদ বাজেয়াপ্ত


উদয়পুর (ত্রিপুরা), ৩ নভেম্বর (হি.স.) : নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উদয়পুর মহকুমা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় দায়িত্ব নেওয়ার পর থেকেই উদয়পুরকে মাদক ও নেশার কবল থেকে মুক্ত করতে একাধিক সচেতনতামূলক কর্মসূচি ও অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় সোমবার উদয়পুর সোনামুড়া চৌমুহনী মসজিদ রোড এলাকায় বড়সড় সাফল্য অর্জন করেছে পুলিশ।

খবর পেয়ে দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে টি আর ০৩ ডি ৩৪৭৯ নম্বরের একটি অটো আটক করে। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে প্রায় ২৫৩ বোতল বিভিন্ন প্রকার বিলেতি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকারও বেশি বলে জানা গেছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এ অভিযানে দেবাঞ্জলি রায়ের দৃঢ় পদক্ষেপে স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ ও আস্থা বৃদ্ধি পেয়েছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande