
হাইলাকান্দি (অসম), ৩ নভেম্বর (হি.স.) : সুধাকণ্ঠ ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৫ নভেম্বর হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে অবস্থিত ডিএসএ ময়দানে এক মানববন্ধন গড়ে তোলা হবে। মানববন্ধনে ভূপেন হাজরিকার কালজয়ী সংগীত ‘মানুষ মানুষের জন্য...’ সম্মিলিতভাবে পরিবেশন করবেন প্রায় পাঁচ হাজার শিল্পী ও নাগরিকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
আজ সোমবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সর্বদলীয় সভায় অনুষ্ঠেয় মানববন্ধনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে, অনুষ্ঠেয় মানববন্ধনে কম করে পাঁচ হাজার শিল্পী ও জনতা অংশগ্রহণ করবেন।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, প্রবীণ নাগরিক, সরকারি বিভিন্ন বিভাগীয় আধিকারিক এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় জেলাশাসক অভিষেক জৈন সবাইকে অনুষ্ঠেয় মানববন্ধনে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস