
শিলিগুড়ি, ৩ নভেম্বর (হি.স.): ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসে গেল পাহাড়ের পাদদেশের শহর শিলিগুড়ি। ভারতীয় মহিলা ক্রিকেট দল ও শিলিগুড়ির ভূমিকন্যা রিচা ঘোষকে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে উচ্ছাস প্রকাশ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মহিলা ক্রিকেটারদের উপস্থিতিতে কেক কাটা হয়। রিচার অনবদ্য খেলার জন্য স্টেডিয়ামের গেটের সামনে রিচাকে শুভেচ্ছা জানিয়ে ফ্লেক্স লাগানো হয় সোমবার। শিলিগুড়িতে রিচা ফিরলে তাঁকে সংবর্ধনা দেওয়ার কথা জানান সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, রিচার খেলা নিয়ে উচ্ছ্বসিত শিলিগুড়ির সকলেই। বিশ্বকাপ ফাইনালের রাতেও শহরের মাঝে হাশমি চকে নেমেছিল উচ্ছ্বসিত জনতার ঢল। দেশের পতাকা, রিচার ছবি নিয়ে হিলকার্ট রোডে উল্লাসে মেতে ওঠেন শিলিগুড়িবাসীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ