প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর, দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য
কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পাশাপাশি এবার তিনি সামলাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
যাদবপুর বিশ্ববিদ্যালয়


কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোমবার উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পাশাপাশি এবার তিনি সামলাবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে এদিন তাঁকে শুভেচ্ছা বার্তা জানানো হয়।

উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, দুটোই গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকের দিকটা এখনও অর্ধেক হয়ে আছে। এখানেও বহু বছর স্থায়ী উপাচার্য ছিল না। দুই দিকেই অনেক কাজ রয়েছে। সকলের সহযোগিতায় আশা করি কোনও সমস্যা হবে না।

আগে চিরঞ্জীব ভট্টাচার্য এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব সামলেছেন। এছাড়াও তিনি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ইঞ্জিনিয়ারিং। পাশাপশি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ-উপাচার্য ছিলেন। তাঁর সহ-উপাচার্য থাকার সময় থেকেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দাবি উঠেছিল। সেই নির্বাচন এখনও হয়নি।

এই প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, সেই সময়ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অনেক দাবি উঠেছিল। আমি এর জন্য চিঠিও দিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। তবে সরকারের অনুমতি লাগে এর জন্য। সেই ব্যাপারে আমি সরকারের সঙ্গে কথা বলে যত শীঘ্রই সম্ভব অনুমতি পাওয়া যায় সেটা আমি দেখব।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বহু শূন্যপদ রয়েছে। বর্তমানে রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার, সহ-উপাচার্য একজন, সিনিয়র ফিনান্স অফিসার, চারটি বিভাগে ডিন , ডিন অফ স্টুডেন্টস, সেক্রেটারি, ফ্যাকাল্টি সেক্রেটারি নেই। শিক্ষক পদ ফাঁকা প্রায় ৪০ শতাংশ। নেই পর্যাপ্ত অশিক্ষক কর্মী। এই পদগুলো পূরণ করাই তাঁর কাছে প্রধান গুরুত্ব বলে চিরঞ্জীব ভট্টাচার্য জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande