
কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): দীর্ঘ দূরত্ব আপাতত মুছে গিয়েছে। ‘ঘরে‘ ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। অবশেষে সেই ক্ষণ এসে উপস্থিত। সোমবারই তৃণমূলে ফিরলেন শোভনচ ট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
এনকেডিএ-এর চেয়ারম্যান
হওয়ার পর আর কোনও জল্পনা ছিল না যে, কলকাতার প্রাক্তন মেয়র
শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটতে চলেছিল।
তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের
পতাকা নেন শোভন। সেই সঙ্গেই
বলেন, ”আমার শিরা, ধমনী
সব কিছু তৃণমূল কংগ্রেস। আবার সামিল হলাম। রাস্তায় নেমে
লড়াইয়ে নামলাম। আমাকে যা দায়িত্ব দেওয়া হবে সেটা পালন
করব।”
প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বর মাসে মন্ত্রিসভা ও দল
ছেড়েছিলেন শোভন। ২০২১ সালের আগে দিল্লিতে গিয়ে যোগ দেন
বিজেপি শিবিরে। নির্বাচনের পরে দূরত্ব বাড়ে বিজেপির সঙ্গে।দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল
কবে ফের তৃণমূলে যোগ দেবেন শোভন। সেই অপেক্ষার অবসান হল।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত