
কলকাতা, ৩ নভেম্বর (হি.স.): জাতীয় গান ‘বন্দে মাতরম’ ১৮৭৫ সালে রচিত হয়েছিল। স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে এই গানই এক সময়ে জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছিল। ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উদ্যাপনে বিশেষ কমিটি গঠন করলো রাজ্য। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দেয়।
রাজ্য সরকার গঠিত এই কমিটির চেয়ারপার্সন করা হয়েছে শিক্ষাবিদ লীনা গঙ্গোপাধ্যায়কে। ভাইস-চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে। কমিটিতে রয়েছেন সাহিত্যিক আবুল বাশার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, কবি সুবোধ সরকার, অভিনেতা দেব, শিল্পপতি সত্যম রায়চৌধুরী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, সাংবাদিক বিশ্ব মজুমদার এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত