
পুণে, ৩ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে রবিবার চিতার হামলায় এক বালকের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার পুণে জেলার শিরুর তালুকে এক ১৩ বছর বয়সী বালক চিতাবাঘের আক্রমণে মারা যায়। চিতাবাঘটি আখ ক্ষেতে লুকিয়ে ছিল এবং কাছাকাছি খেলার সময় ছেলেটিকে আক্রমণ করে। ছেলেটি ঘটনাস্থলেই মারা যায় এবং গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চিতাবাঘটি পালিয়ে যায়।
এই ঘটনার প্রতিবাদে সোমবার সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চিতাবাঘের আক্রমণে ১৩ বছর বয়সী এক বালকের মৃত্যুর প্রতিবাদে গ্রামবাসীরা পুণে-নাসিক এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। বন দফতরের বিরুদ্ধে মূলত তাঁদের এই ক্ষোভ। সড়ক অবরোধের জেরে দীর্ঘ সময়ের জন্য থমকে যায় যানবাহন চলাচল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা