
কলকাতা, ৩ নভেম্বর, (হি.স.): সোমবার তৃণমূলে স্বামী তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তনে স্বাগত জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়।
তিনি সংবাদমাধ্যমকে এদিন জানিয়েছেন, তিন সপ্তাহ আগে NKDA-র চেয়ারম্যান করেছেন মমতাদি। এবং তখন থেকেই কথা ছিল যে, উনি যোগ দেবেন। সময়ের অপেক্ষা ছিল। আজকে উনি যোগ দিয়েছেন। আমি অবশ্যই স্বাগত জানাব। ধমনি-রক্ততে যদি তৃণমূলই থাকে, তাহলে আমার কোনওদিনও মনে হবে না, আমি আর এক দল, যেটা একদম নৈতিকতার দিক থেকে তৃণমূলের সঙ্গে একদমই মেলে না, বিজেপিতে..।
রত্না বলেন, উনি যদি কংগ্রেসে আবার ফিরে যেতেন, আলাদা কথা ছিল। উনি বিজেপিতে চলে গেলেন। দল যদি মনে করে যে, শোভনকে আবার বেহালা পূর্ব ফিরিয়ে দেব, বা রত্নাকে দেব না, দলের সিদ্ধান্ত এখানে আমার কিছু বলারই নেই।
যতদিন সুস্থ থাকবেন কাজ করুন, আর কখনও, মমতাদির সঙ্গে রাগ হয়েছে, মনোমালিন্য হয়েছে, তাই ছেড়ে দিলাম, চলে গেলাম, কাজ করব না, ঘরে বসে গেলাম, এটা করবেন না। কাজ করুন, সুস্থ থাকুন।'
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত