
ঝাড়গ্রাম, ৩ নভেম্বর ( হি. স. ) : দীর্ঘ দিন ধরে গ্রামের রাস্তা বেহাল। আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি। তাই রাস্তা সংস্কারের দাবিতে ঝাড়গ্রামের মাণিকপাড়া পিচ রাস্তার বৌ বাজার এলাকায় পথ অবরোধ শুরু করেন গ্রামের বাসিন্দারা। সোমবার সকাল থেকেই ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের বৌ বাজার এলাকায় গ্রামের মহিলারা পথ অবরোধে সামিল হয়। অভিযোগ রাস্তা সংস্কারের জন্য অঞ্চল প্রধানকে আবেদন পত্র জমা দেওয়া হলে তিনি আবেদন পত্র গ্রহণ করেনি। জানা গিয়েছে বাঁধগোড়া অঞ্চলের জামবেদিয়া গ্রামের মোরাম রাস্তার অবস্থা একেবারে বেহাল। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যার ফলে গ্রামের স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধাদের যাতায়াত করতে খুবই সমস্যায় পড়েন। এমনকি গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে গ্রামে গাড়ি পর্যন্ত ঢোকানে না বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা কল্পনা মাহাত, কবিতা মাহাতোরা বলেন, গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থা। আমরা প্রধানকে আবেদন পত্র জমা দিতে গেলে উনি আমাদের আবেদন পত্র গ্রহণ করেনি। তাই আমাদের গ্রাম পঞ্চায়েতকে আবেদন পত্র জমা দিয়েছিলাম। পাড়ায় সমাধান ক্যাম্পেও আমরা আবেদন পত্র জমা দিয়েছি। কিন্ত এখনো পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়নি। তাই আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে দেন বাসিন্দারা। এবিষয়ে বাঁধগোড়া অঞ্চলের প্রধান সীতা মান্ডি বলেন, ওই রাস্তাটি পাড়ায় সমাধানে দেওয়া হয়েছে। তাই আমি উনাদের আবেদনপত্র জমা নেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি মেরামত করা যায়।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো