
চন্ডীগড়, ৩ নভেম্বর (হি.স.): হরিয়ানায় বড় ধাক্কা খেল কংগ্রেস। হরিয়ানার কংগ্রেস নেতা সম্পত সিং সোমবার দলীয় সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। হরিয়ানা বিধানসভার ৬ বার নির্বাচিত সদস্য, দুইবারের মন্ত্রী এবং একবারের বিরোধ দলনেতা সম্পত সিং ২০০৯ সালে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের জাতীয় সভাপতি মালিকার্জুন খাড়গেকে লেখা এক চিঠিতে তিনি কংগ্রেস দলের দুর্বলতার কথা উল্লেখ করেছেন। সম্পত সিং এভাবে দল ছেড়ে দেওয়ায় বেজায় অস্বস্তি পড়ল কংগ্রেস।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা