
শিলিগুড়ি, ৩ নভেম্বর (হি.স.): শিলিগুড়ি পুরসভার সামনে ঝাড়ু দিয়ে বিক্ষোভ দেখালেন বিধায়ক শঙ্কর ঘোষ। জানা গেছে, অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে এলাকা ঝাড়ু দিয়ে বিক্ষোভ দেখান শঙ্কর ঘোষ। সোমবার সকালে, বিধায়ক ঝাড়ু নিয়ে পুরসভার প্রধান ফটকে পৌঁছান। তাঁর সাথে ছিলেন পুরসভার বিরোধী দলনেতা, বিজেপি কাউন্সিলর এবং অন্যান্য কর্মী ও সমর্থকরা। পরে তারা সকলেই এলাকা ঝাড়ু নিয়ে ঘুরে বেড়ান।
এই বিক্ষোভ চলাকালীন, বিধায়ক শঙ্কর ঘোষ বলেন যে শহর পরিষ্কার রাখার দায়িত্বে থাকা অস্থায়ী সাফাই কর্মীদের বেতনের প্রতি পুরসভা উদাসীন। তারা দীর্ঘদিন ধরে তাদের যথাযথ বেতন থেকে বঞ্চিত। বিধায়ক বলেন, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে প্রতিবাদ আরও বাড়বে।
হিন্দুস্থান সমাচার / সোনালি