
কোচবিহার, ৩ নভেম্বর (হি.স.): বিজেপির বুথ-লেভেল এজেন্টদের (বিএলএ) উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার দুপুরে কোচবিহার-১ নম্বর ব্লকের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, এ দিন কোচবিহার-১ নম্বর ব্লকে বিএলএ-দের নিয়ে প্রশাসনের তরফে প্রশিক্ষণের আয়োজন করা হয়। অভিযোগ, তাতে যোগ দিতে বিজেপির এজেন্টরা পৌঁছলে তাঁদের মারধর করা হয়। ওই ঘটনায় এক জন জখম হন। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে ওই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের তরফে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ