বীরভূমে তরুণীকে মারধরের অভিযোগ, ধৃত দুই
বীরভূম, ৩ নভেম্বর (হি.স.): তরুণীকে মারধরের ঘটনায় দু''জনকে গ্রেফতার করল সিউড়ি থানার পুলিশ। ত্রিকোণ প্রেমের কারণেই রবিবার রাতে বীরভূমের সিউড়ি থানা এলাকার নগরী গ্রামে ওই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এক যুবকের সঙ্গে ওই তরু
বীরভূমে তরুণীকে মারধরের অভিযোগ, ধৃত দুই


বীরভূম, ৩ নভেম্বর (হি.স.): তরুণীকে মারধরের ঘটনায় দু'জনকে গ্রেফতার করল সিউড়ি থানার পুলিশ। ত্রিকোণ প্রেমের কারণেই রবিবার রাতে বীরভূমের সিউড়ি থানা এলাকার নগরী গ্রামে ওই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এক যুবকের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল। তবে কিছুদিন ধরে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তরুণীর। তা সহ্য করতে না পেরেই ওই যুবক তরুণীকে খুন করার পরিকল্পনা করে। ওই তরুণীকে গ্রামের থেকে একটু দূরে একটি অন্ধকার জায়গায় ডেকে নিয়ে যায় পেশায় রাজমিস্ত্রী ওই যুবক এবং মারধর শুরু করে বলে অভিযোগ। তবে আক্রান্তের চিৎকার শুনে লোকজন খোঁজাখুঁজি শুরু করায় পালিয়ে যায় অভিযুক্ত। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় ওই যুবককে নানা ভাবে সাহায্য করেছে তার এক বন্ধু। তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande