আগামী ৫ই হাফলঙে ড. ভূপেন হাজরিকার মৃত্যু বার্ষিকীর দিন মানবশৃঙ্খল এবং ১,৫০০ শিল্পী সম্মিলিত কণ্ঠে গাইবেন ‘মানুষ মানুষের জন্য...‘
হাফলং (অসম), ৩ নভেম্বর (হি.স.) : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার মৃত্যু বার্ষিকীর দিন আগামী ৫ নভেম্বর হাফলঙে গড়ে তোলা হবে মানবশৃঙ্খল, পাশাপাশি ১,৫০০ শিল্পী সম্মিলিত কণ্ঠে গাইবেন সুধাকণ্ঠের অমর সৃষ্টি ‘মানুষ মানুষের জন্য...’। জানিয়েছেন ডিমা হাসাওয়ের জেল
জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতের সাংবাদিক সম্মেলন


হাফলং (অসম), ৩ নভেম্বর (হি.স.) : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার মৃত্যু বার্ষিকীর দিন আগামী ৫ নভেম্বর হাফলঙে গড়ে তোলা হবে মানবশৃঙ্খল, পাশাপাশি ১,৫০০ শিল্পী সম্মিলিত কণ্ঠে গাইবেন সুধাকণ্ঠের অমর সৃষ্টি ‘মানুষ মানুষের জন্য...’। জানিয়েছেন ডিমা হাসাওয়ের জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে।

আজ সোমবার সন্ধ্যায় জেলা কমিশনার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে মুনীন্দ্রনাথ নাগাতে বলেন, রাজ্য সরকারের নির্দেশে আগামী ৫ নভেম্বর সমগ্র রাজ্যব্যাপী সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার মৃত্যু বার্ষিকী পালন করা হবে। এরই অঙ্গ হিসেবে সরকারিভাবে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলং পুরপর্ষদের মাঠে বিকাল ৩.০০টায় ড. ভূপেন হাজরিকার মৃত্যু বার্ষিকী উদযাপন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিমা হাসাও জেলার অবিভাবক মন্ত্রী রূপেশ গোয়ালা, রাজ্যর ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের কার্যনির্বাহী সদস্যগণ এবং অন্যান্য পারিষদবর্গ।

তিনি জানান, ডিমা হাসাও জেলার ১৭টি জাতি-জনগোষ্ঠীর প্রধান সংগঠনের প্রায় ৭০০ প্রতিনিধি ৫ তারিখের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে তাঁরা নিশ্চিত করেছেন। জেলা কমিশনার নাগাতে জানান, এদিনের অনুষ্ঠানে জেলার ১,৫০০ শিল্পী ড. ভূপেন হাজরিকার অমর সৃষ্টি ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য...’ সংগীত পরিবেশন করবেন মানবশৃঙ্খল গড়ে।

সুধাকণ্ঠের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সমগ্র হাফলংবাসীকে আহ্বান জানিয়েছেন জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande