
জলপাইগুড়ি, ৩ নভেম্বর (হি.স.): এবার দুর্যোগের জেরে জলপাইগুড়ির বাজারে সবজির আকাল। ফলে দামও চড়া। সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে ন্যায্যমূল্যের দোকান খুলল কৃষি বিপণন দফতর। সোমবার সকালে জলপাইগুড়ি শহরের বয়েলখানা ও ইন্দিরা কলোনির বাজারে সুফল বাংলার গাড়িতে ভ্রাম্যমাণ সবজি বাজার খোলা হয়েছে। বাজারের থেকে অনেকটাই কম দামে সবজি পেতে ক্রেতাদের ভিড় বাড়ে সুফল বাংলার গাড়ির সামনে।
গত ৫ অক্টোবর বন্যার জেরে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় চাষের ক্ষতি হয়েছে। তার উপর ঘূর্ণিঝড় মন্থা-র জেরে বৃষ্টিতে পাকা ধান ও সবজির প্রচুর ক্ষতি হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টম্যাটো খেত জলমগ্ন হয়ে পড়ায় নষ্ট হয়ে গিয়েছে ফসল। স্বাভাবিকভাবেই বাজারে টান পড়েছে সবজির জোগানে। এর জেরে দাম চড়ছে। ফলে বাজার করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্রাম্যমাণ সবজি বাজার চালু করা হল বলে জানিয়েছেন জলপাইগুড়ির সহকারি কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত। তিনি জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও সাধারণ মানুষের স্বস্তির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা