শিলিগুড়িতে ট্রাকের ধাক্কায় মহিলার মৃত্যু
শিলিগুড়ি, ৩ নভেম্বর (হি.স.) : শিলিগুড়ির ফুলবাড়ি-গজলডোবা তিস্তা খাল সড়কের পুটিমারি এলাকায় ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে
শিলিগুড়িতে ট্রাকের ধাক্কায় মহিলার মৃত্যু


শিলিগুড়ি, ৩ নভেম্বর (হি.স.) : শিলিগুড়ির ফুলবাড়ি-গজলডোবা তিস্তা খাল সড়কের পুটিমারি এলাকায় ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ি বাজারে কেনাকাটা শেষে ওই মহিলা পুটিমারি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande