চাঁপদানির জুট মিলে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ, বন্ধ কাজ
হুগলি, ৩ নভেম্বর (হি.স.): কাজ হারানোর আশঙ্কা, তা থেকে অবস্থান বিক্ষোভ। আর এর জেরে অচলাবস্থা হুগলি জেলার চাঁপদানি অ্যাঙ্গাস জুট মিলে। জানা গেছে, সোমবার সকাল থেকে চাঁপদানি অ্যাঙ্গাস জুট মিলের শ্রমিকেরা মিলের গেট আটকে অবস্থান বিক্ষোভ শুরু করেন।অভিযো
চাঁপদানির জুট মিলে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ, বন্ধ কাজ


হুগলি, ৩ নভেম্বর (হি.স.): কাজ হারানোর আশঙ্কা, তা থেকে অবস্থান বিক্ষোভ। আর এর জেরে অচলাবস্থা হুগলি জেলার চাঁপদানি অ্যাঙ্গাস জুট মিলে।

জানা গেছে, সোমবার সকাল থেকে চাঁপদানি অ্যাঙ্গাস জুট মিলের শ্রমিকেরা মিলের গেট আটকে অবস্থান বিক্ষোভ শুরু করেন।অভিযোগ, কয়েকদিন আগে ওই জুট মিল কর্তৃপক্ষের দেওয়া নামের তালিকায় ৫৫ বছরের বেশি শ্রমিকদের নাম না থাকায়, তাঁরা কাজ হারানোর আশঙ্কায় ভুগছিলেন। এ দিন সকাল থেকেই কাজ বন্ধ করে দেন সব শ্রমিকেরা। ওই মিলে শ্রমিকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এখনও পর্যন্ত এই বিষয়ে মিল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande