স্বাস্থ্য দফতরের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি যুব কংগ্রেসের
আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্বাস্থ্য দফতরে শূন্য পদ পূরণের পরীক্ষা নেওয়া হয়েছে—এই অভিযোগ তুলে পরীক্ষাটি বাতিল করে নতুনভাবে পরীক্ষা গ্রহণের দাবি জানাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সোমবার এই দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ
যুব কংগ্রেসের ডেপুটেশন


আগরতলা, ৩ নভেম্বর (হি.স.) : নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্বাস্থ্য দফতরে শূন্য পদ পূরণের পরীক্ষা নেওয়া হয়েছে—এই অভিযোগ তুলে পরীক্ষাটি বাতিল করে নতুনভাবে পরীক্ষা গ্রহণের দাবি জানাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সোমবার এই দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠনের একটি প্রতিনিধি দল।

ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি অভিযোগ করেন, “আমরা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে ৮৫টি শূন্য পদ পূরণের ক্ষেত্রে স্বাস্থ্য দফতর নিয়ম-নীতি মানবে না। গত ১৭ অক্টোবর এ বিষয়ে আমরা অধিকর্তার কাছে ডেপুটেশনও দিয়েছিলাম, কিন্তু সেই দাবি মানা হয়নি। অবশেষে আমাদের আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে—পরীক্ষা হয়েছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।

তিনি আরও জানান, যুব কংগ্রেসের দাবি নিয়ম বহির্ভূত প্রক্রিয়ায় গৃহীত এই পরীক্ষা বাতিল করে নিয়ম মেনে নতুনভাবে পরীক্ষা গ্রহণ করতে হবে। অন্যথায় আগামী দিনে এই ইস্যুতে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের মত চলতি ২০২৫ সালেও স্বাস্থ্য দফতরের শূন্য পদ পূরণের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছে যুব কংগ্রেস। যদিও দফতর কর্তৃপক্ষের তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande